উত্তরে শ্রমিকের পোশাকে চা পাতা তুললেন মুখ্যমন্ত্রী, কথাও বললেন শ্রমিকেদের সঙ্গে

Mamata Banerjee


উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তরবঙ্গ সফরে এসে চমকে দিলেন মুখ্যমন্ত্রী।আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মকাইবাড়ি চা–বাগানে একেবারে অন্য মেজাজে দেখা গেল। চা বাগানে শ্রমিকেদের পোষাক পড়ে চা পাতা তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী।




ভাইপোর বিয়ে উপলক্ষে কার্শিয়াংয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী চলে যান একটি চা বাগানে। আর সেখানে শ্রমিকদের সঙ্গে চা–পাতা তুললেন সাথে শ্রমিকেদের সঙ্গে কথাও বললেন তিনি। গাছ থেকে পাতা তোলার কায়দা জেনে নিয়ে সেভাবেই পাতা তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে এমনভাবে পেয়ে উচ্ছ্বাস দেখা গেল চা শ্রমিকদের মধ্যে। তাঁদের চোখে জল চলে এসেছে। কেউ যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না। চারিদিকে জননেত্রী জননেত্রী চিৎকার।



চা পাতা তোলার সময় শ্রমিকরা যে গান করেন সেই গানও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন তাঁদের কথা। বাড়ির অবস্থা থেকে আয়, চা বাগানের পরিস্থিতি থেকে পাট্টা একাধিক বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। নিজেদের অভাব অভিযোগের কথা জানালেন শ্রমিকরাও। সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রমিকদের সঙ্গে চা-ও পান করলেন তিনি।



এদিন চা বাগানে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন বিরোধীরা যতই সমালোচনা করুন তিনিই প্রকৃত অর্থে জননেত্রী। এদিন তিনি বলেন, আজ বড় শিক্ষা হল। চা পাতা তোলা শিখলাম। আজ ওদের পোশাক পরে, ঝুড়ি নিয়ে আমি নিজে চা–পাতা তুললাম। আজ আমি খুব খুশি। পাহাড় আমার বাড়ি হয়ে গেল।