অযোগ্য স্বামী চেনার কিছু লক্ষণ, জেনে নিন
কথায় আছে সংসার সুখি হয় রমণীর গুণে , কিন্তু স্বামী যদি অযোগ্য হয়! স্বামী অযোগ্য হলে কি করে সংসার সুখী হবে ! আর কি করেই বা বুঝবেন আপনার স্বামী অযোগ্য ?
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। তাতে তুলে ধরা হয়েছে অযোগ্য স্বামী চেনার কিছু লক্ষণ। এছাড়াও কিছু গবেষণাও হয়েছে এই বিষয়ে, যেখানে একজন স্ত্রী সহজেই জেনে নিতে পারবেন তার স্বামী কতটা যোগ্য ।
আসুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ লক্ষণ গুলো, যেগুলো থেকে আপনি খুব সহজেই জেনে নিতে পারবেন আপনার স্বামী কতটা যোগ্য।
১। যদি আপনার স্বামীকে দুঃসময়ে কাছে না পান, কিংবা প্রয়োজনের সময় তিনি আপনাকে সাহায্য না করে ব্যস্ততার অজুহাত দেখান, তবে জেনে রাখবেন এমন স্বামী আপনার মোটেও যোগ্য নয়।
২। কোন স্বামীর কাজ বা কোনো আচরণ যদি আপনার মন খারাপের কারণ হয় কিংবা সে অন্যের কাছে আপনাকে নীচু করে, তবে বুঝবেন আপনি যোগ্য স্বামী পাননি।
৩। যদি সংসারের কোনো বিষয়ে আপনার সিদ্ধান্তকে আপনার স্বামী কোনো গুরুত্ব না দেয় কিংবা আপনার জীবনের বিষয়ে আপনি কোন সিদ্ধান্ত নিতে চাইলে তাও স্বামী নিতে না দিয়ী তার নিজের নেওয়া সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়, তবে বুঝে নেবেন আপনি যোগ্য ব্যক্তিকে স্বামী হিসাবে পাননি।
৪। যদি আপনার স্বামীর কথার সঙ্গে কাজের কোনো মিল না পান, সারাক্ষণ কোনো রহস্যের চাদরে নিজেকে রাখতে পছন্দ করেন কিংবা আপনার প্রতি বিন্দুমাত্র বিশ্বাস না রাখেন, যেমন আপনার ফেসবুক এর মতন স্যোসাল একাউন্টের একসেস নিজে রেখে দেন তাহলে বুঝে নেবেন এমন স্বামী আপনার জন্য যোগ্য নন।
৫। অযোগ্য স্বামী চেনার আর একটা সহজ লক্ষণ হলো– আপনার অসুস্থতার সময় তার ভূমিকা। যদি দেখেন আপনার অসুস্থতার সময় আপনার যত্ন না করে।
তবে মানুষের মনস্তত্ব অত্যন্ত জটিল, এই পাঁচ লক্ষণেই যে একজন মানুষকে সম্পূর্ণ চিনে নেওয়া যাবে তা কখনোই হতে পারে না, তবে আভাস অবশ্যই পাওয়া যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊