Madan Mitra: অসুস্থ মদন মিত্র, ভর্তি এসএসকেএম হাসপাতালে

a person wearing glasses and a white robe



হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বিধায়কের ঘনিষ্ঠদের সূত্রে খবর, শারীরিক ভাবে অসুস্থ বোধ করায় সোমবারই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন মদন মিত্র ।




জানাগেছে, সোমবার দুপুরে শারীরিক অসুস্থতার মধ্যেও বিধানসভায় শীতকালিন অধিবেশনে গিয়েছিলেন বিধায়ক (Madan Mitra Hospitalized) । সেখানেই খানিকটা অসুস্থ বোধ করেন তিনি। রাতের দিকে সমস্যা বৃদ্ধি পাওয়ায় মদন মিত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


সোমবার রাত ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করানো হয় তাকে (Madan Mitra News)। চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা। তবে পরীক্ষার রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হবেন তাঁরা।




বিধায়কের (Madan Mitra) অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই কর্মী সমর্থকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাক্তন মন্ত্রীর শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর।