Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্যামসনের সেঞ্চুরি -অর্শদীপের দুরন্ত বোলিং ম্যাচের সাথে সিরিজ জয় ভারতের

স্যামসনের সেঞ্চুরি -অর্শদীপের দুরন্ত বোলিং ম্যাচের সাথে সিরিজ জয় ভারতের

Indian cricket team,



আজ ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের ইনিংস গড়ে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২১০-এ আটকে যায় দক্ষিন আফ্রিকা। ৭৮ রানে জয় ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিরিজ জয় করে ভারত।



ভারতীয় দলে এদিন জ্বলে ওঠে স্যামসন। সেঞ্চুরি হাঁকান তিনি‌। ওপেন করতে নেমে রজত পতিদার ৪২ ও সুদর্শন করে ১০ রান‌। ৬টি ৪ ও তিনটি ছয়ে ১১৪ বলে ১০৮ করেন স্যামসন। রাহুল ২১ ও রিঙ্কু করে ৩৮। হাফ সেঞ্চুরি করেন তিলক। ৭৭ বলে ৫২ রান করেন তিনি। অক্ষর করে ১। ওয়াশিংটন ১৪ রান তোলে। অর্শদীপ ৭, আবেশ ১ রান করে অপরাজিত থাকেন। মোট ২৯৬ রান তোলে ভারত।



জবাবে ব্যাট করতে নেমে হেনড্রিক করে ১৯, জর্জি ৮৭ বলে ৮১ করে এগিয়ে নিয়ে যেতে থাকে ম্যাচ। ব্যর্থ হন দুসান। তোলেন ২। মাক্রাম ৩৬, মিলার ১০, ক্লাসেন ২১, মুলডার করে ১। ম্যাচকে ধীরে ধীরে টানতে থাকেন কেশব মহারাজ ও বেরুন হেনড্রিকস। শেষমেষ ৪৫.৫ ওভারে সব উইকেট হারিয়ে ২১৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ ৪টি, আবেশ ও ওয়াসিংটন ২টি করে এবং মুকেশ ও অক্ষর ১টি করে উইকেট নেন। ৭৮ রানে ম্যাচ জয়ের সাথে সাথে সিরিজ জয় ভারতের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code