Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভিক্ষে করতে এসে সোনা নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলোনা, আটক এক মহিলা সহ দুই শিশু

ভিক্ষে করতে এসে সোনা নিয়ে পালিয়ে শেষ রক্ষা হলোনা, আটক এক মহিলা সহ দুই শিশু

Police Station


জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর:

ভিক্ষে করতে এসে সোনা চুরি করে পালিয়ে হাতেনাতে ধরা পরল এক মহিলা সহ দুই শিশু। শুক্রবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের ধোপাদীঘি এলাকাতে। 



জানা গিয়েছে, ধোপাদীঘির বাসিন্দা নাজমুল নাজমুল হোসেনের স্ত্রী বাড়িতে কাজ করছিলেন সেই সময় এই মহিলা দুই শিশুকে নিয়ে ভিক্ষে করতে যায়। বাড়িতে ওই সময় সামনের দিকে কেউ না থাকায় ঘরের মধ্যে ঢুকে সামনে একটি বক্স নিয়ে পালিয়ে আসে ওই মহিলা। এরপর নাজমুল হোসেনের স্ত্রী কয়েক সেকেন্ডের ব্যবধানে বাড়ির কাজ সেরে ভিক্ষে দিতে এসে দেখেন ঘরে বক্স নেই যে বক্সে তার একটি সোনার চুর ও একটি সোনার স্টিক ছিল। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। ওই পথ দিয়ে এলাকার দুই যুবক যাচ্ছিলেন তাদেরকে ডেকে নাজমুল হোসেনের স্ত্রী ঘটনার কথা সমস্ত খুলে বললে, তড়িঘড়ি করে ওই দুই যুবক বাইকে ধাওয়া করে গঙ্গারামপুর থানার ফুলবাড়ী এলাকায় এসে দেখে ওই মহিলা রায়গঞ্জ গামী একটি বাসে উঠছে দুই শিশুকে নিয়ে। এরপর ওই বাসের পিছু নিয়ে গঙ্গারামপুর হাইরোড চত্বরে এসে হাতেনাতে ধরে ফেলে ওই মহিলা সহ দুই শিশুকে। 



এরপর গঙ্গারামপুর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গঙ্গারামপুর থানার পুলিশ এসে ওই মহিলা সহ দুই শিশুকে আটক করে গঙ্গারামপুর থানায় নিয়ে যায়। মহিলার কাছ থেকে ওই বাক্সটি উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানার অন্তর্গত ধোপাদীঘি সহ গঙ্গারামপুর হাইরোড চত্বরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। তবে ওই মহিলার নাম ও পরিচয় এখনো কিছু জানা যায়নি। 



পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। দিনে দুপুরে ভিক্ষে করতে এসে এরকম চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি চাঞ্চলের সৃষ্টি হয়েছে গঙ্গারামপুরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code