জাতীয় দলে ব্রাত্য, বিদেশে পা বাড়ালেন ভারতীয় তারকা ক্রিকেটার
জাতীয় দলে ব্রাত্য, আর এরপরেই বিদেশে পা বাড়ালেন ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট টিমে এক সময় খেলতেন চতেশ্বর পূজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয় পূজারাকে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরেও জায়গা হয়নি দলে। শেষমেষ ইংল্যান্ডে যাচ্ছেন চতেশ্বর পূজারা।
সাসেক্স ক্রিকেট ঘোষণা করেছে যে ভারতের টেস্ট তারকা চেতেশ্বর পূজারা 2024 মৌসুমের প্রথম সাতটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ গেমের জন্য দলে ফিরতে চলেছেন। সপ্তম খেলার পর তার স্থলাভিষিক্ত হবেন অস্ট্রেলিয়ার উদীয়মান ব্যাটসম্যান ড্যানিয়েল হিউজ। অসি সাউথপা বাকি কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য উপলব্ধ থাকবে এবং টি-টোয়েন্টি ব্লাস্টে থাকবে।
ইংল্যান্ডের কাউন্টি টিমের হয়ে দুর্দান্ত রেকর্ড পূজারার। সাসেক্সে তাঁর অধিনায়কত্ব করেছেন পূজারা। অধিনায়ক হিসেবে তাঁর প্রথম ম্যআচএই সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। ২০২২ সালে সাসেক্সের হয়ে প্রথম মরশুমে ১০৯৪ রান করেছিলেন পূজারা। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। চলতি বছরেও রয়েছেন ফর্মে।
কাউন্টি দল জানিয়েছে, ”সাসেক্স ক্রিকেট অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে চেতেশ্বর পূজারা ফের চুক্তি করেছে। বিদেশি খেলোয়াড় হিসেবে ড্যানিয়েল হিউজও ২০২৪ সালের জন্য চুক্তি করেছে।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊