সুখবর! পার্শ্বশিক্ষকদের জন্য সংরক্ষণে রাজ্যকে মান্যতা হাইকোর্টের


WB School News


স্কুল সার্ভিস কমিশনের রুলসকে মান্যতা দিল কলকাতা উচ্চ আদালত। এসএসসির নিয়োগে পার্শ্বশিক্ষকদের সংরক্ষণে রাজ্যের রুলসকে মাণ্যতা দিল কলকাতা হাইকোর্ট। উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে নিয়োগের ক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষিত থাকবে শুধুমাত্র পার্শ্বশিক্ষকদের জন্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন।



২০১৬ সালে উচ্চ প্রাথমিক নিয়োগে পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের কথা ঘোষনা করে এসএসসি। এরপরের বছরেই সেই সংরক্ষণের বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। দীর্ঘ সাত বছর পর সেই মামলার রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের এসএসসি রুলকেই মান্যতা দিয়ে পার্শ্বশিক্ষকদের জন্য ১০ শতাংশ সরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।



জানা যাচ্ছে এতদিন ১ হাজার ৪৩৩টি শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ থাকায় সেই শূন্যপদ বাদ দিয়ে কাউন্সেলিং করছিল এসএসসি। এখন মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদেই হবে কাউন্সেলিং। এই রায়ের পর কিছুটা হলেও আশার আলো দেখছেন পার্শ্বশিক্ষকরা।