সুকান্তের মন্তব্যের প্রতিবাদে হাতে ফুটবল সঙ্গে স্বামী বিবেকানন্দের ছবি নিয়ে মিছিল
ডায়মন্ডহারবার:
সম্প্রতি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর তার মধ্যে অভিষেক গড়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়।
মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনব প্রতিবাদ মিছিল দেখা গেল। বিধায়ক থেকে কাউন্সিলর দের হাতে ফুটবল সঙ্গে স্বামী বিবেকানন্দের ছবি। এমনই অভিনব প্রতিবাদ মিছিল দেখা গেল ডায়মন্ড হারবারে । ডায়মন্ড হারবার নতুন পোল থেকে এই মিছিল শুরু হয় এই মিছিল শেষ হয় ডায়মন্ডহারবার এসডিও অফিসের কাছে। মূলত ১১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এই মিছিল করা হয় বলে জানা গিয়েছে।
এই মিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস সহ ডায়মন্ড হারবারের ১৬ টি ওয়ার্ডের কাউন্সিলররা। বিজেপির রাজ্য সভাপতিকে এমন কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে এমনই দাবি নিয়ে এদিন মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন যোগদান করে কয়েকশ তৃণমূল কর্মী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊