ধসের কবলে শিক্ষা কেন্দ্র, আতঙ্ক এলাকাজুড়ে, গাফিলতির অভিযোগ তুলে সরব গ্রামবাসী
ঘূর্ণিঝড় 'মিগজাউমের' প্রভাবে চলছে প্রবল নিম্নচাপ। সেই বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে ধস নামলো খনি এলাকার বিদ্যালয়ে। পাণ্ডবেশ্বরের হরিপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ছুটির পর মিডডে মিলের রান্নাঘরের সামনেই নামলো ধস। আকারে ছোট হলেও গভীর গর্তে পরিণত হয়েছে। আর সেই গর্তে দেখা যাচ্ছে জল।
এই ঘটনা জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। খনিগহ্বর থেকে কয়লা উত্তোলনের পর ফাঁকা অংশ বালি দিয়ে ভরাট না করার জন্যই বারেবারে ধসের ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ঘটনা ঘটছে ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেডের গাফিলতির জেরে বলেই অভিযোগ স্থানীয়দের।
বিদ্যালয়ের শিক্ষক সুভাষ ব্যানার্জি অভিযোগ তোলেন তারা এই ঘটনা জানতে পেরে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের আধিকারিকদের জানিয়েছেন। কিন্তু এখনও কোন আধিকারিক এসে পৌঁছাননি। পঞ্চায়েত সদস্য গোপীনাথ নাগ অভিযোগ তোলেন বারে বারে ধসের ঘটনা ঘটছে ইসিএলএর গাফিলতির জেরে। যে কোন মুহূর্তে বড়োসড়ো ধসের ঘটনাও ঘটতে পারে। কয়লা উত্তোলনের পর বালি দিয়ে ভরাট করছে না ওঁরা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক অন্যথায় তাঁরা আন্দোলনের পথে হাঁটবেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊