Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় ঘোষনা! বাংলা দিবস ও রাজ্য সঙ্গীত নিয়ে নির্দেশিকা জারি রাজ্যের

বড় ঘোষনা! বাংলা দিবস ও রাজ্য সঙ্গীত নিয়ে নির্দেশিকা জারি রাজ্যের

Mamata Banerjee


আগামীকাল ইংরাজী নববর্ষ। আজকেই ২০২৩-র শেষ দিন। আর ইংরাজী বর্ষ বিদায়ের শেষ দিনে বাংলা বর্ষবরণের দিনকে নিয়ে বড় ঘোষনা দিয়ে দিল রাজ্য সরকার। আগেই জানা গিয়েছিল বাংলা দিবস নির্ধারন নিয়ে কথা চলছে আর বাংলার মাটি বাংলার জলকে রাজ্য সঙ্গীত করা হয়েছে।



এবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করা হবে। রবীন্দ্রনাথের বাংলার মাটি, বাংলার জল গানকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়। এই গান গাইতে হবে রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে।



প্রসঙ্গত, এর আগে বাংলা দিবস নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। একটা পক্ষ ২০ই জুনকে বাংলা দিবস হিসেবে নির্ধারন করার কথা তোলেন। আবার রাজ্য সঙ্গীতের দুই একটা জায়গায় পরিবর্তন করার কথা ভেবেছিল রাজ্য। তবে শেষমেষ জারি বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গেল পয়লা বৈশাখকে বাংলা দিবস আর অপরিবর্তিত রবীন্দ্র সঙ্গীত বাংলার মাটি বাংলার জলকেই রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষনা করা হল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code