‘বাংলার আঞ্চলিক ইতিহাসচর্চা’ গ্রন্থ প্রকাশ
নিজস্ব সংবাদদাতা: অবিভক্ত বাংলার আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এক অভিনব উদ্যোগ সম্প্রতি নিতে দেখা গেল। যেখানে বাংলা ভাষায় বাংলার আঞ্চলিক ইতিহাসকে তুলে ধরার প্রচেষ্টা করা হয়েছে।
গেটওয়ে পাবলিশিং হাউস-এর পক্ষ থেকে বাংলার আঞ্চলিক ইতিহাসের উপর একটি সুবৃহৎ গ্রন্থ নতুন বছরের শুরুতেই সকল পাঠকের সামনে পরিবেশন করা হচ্ছে। এই গ্রন্থের সম্পাদক দীপাঞ্জন দে, যিনি নিজেও একজন আঞ্চলিক ইতিহাস লেখক এবং পেশাগত পরিচয় চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। উত্তর ২৪ পরগনার হাবড়ার এই প্রকাশনা সংস্থার পক্ষ থেকে তাঁকে এই গ্রন্থ সম্পাদনার ভার দেওয়া হয়েছে। বাংলার আঞ্চলিক ইতিহাসের উপর তাদের নতুন গ্রন্থটির নাম হলো ‘বাংলার আঞ্চলিক ইতিহাসচর্চা’। তারা আপাতত ‘প্রথম খণ্ড’ হিসেবে প্রায় সাড়ে ছশো পাতার এই গ্রন্থটি প্রকাশ করছেন।
নতুন বছরের প্রথম দিনেই অর্থাৎ ১ জানুয়ারি, ২০২৪ এই সুবৃহৎ গ্রন্থটি প্রকাশ পাবে। এতে দুই মলাটের ভিতর বাংলার আঞ্চলিক ইতিহাসকে সযত্নে ধরে রাখার প্রয়াস নেওয়া হয়েছে। বাংলার আঞ্চলিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই গ্রন্থটি কতটা গুরুত্বপূর্ণ তা আগামী দিনে পাঠকেরা বলবেন। তবে ইতিমধ্যে বেশ কিছু মানুষ এই গ্রন্থটি হাতে পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন।
যে সকল লেখকদের লেখায় এই গ্রন্থটি সমৃদ্ধ হয়েছে, তারাও ব্যাকুল চিত্তে অপেক্ষা করছেন। এই গ্রন্থে যে সকল লেখা মুদ্রিত হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি বাংলার আঞ্চলিক ইতিহাস রচনায় নিজগুণে বিশেষ জায়গা করে নেবে বলেই সম্পাদক দীপাঞ্জন দে মনে করছেন।
গ্রন্থের সম্পাদক ও প্রকাশনা সংস্থা উভয় পক্ষ থেকেই জানানো হয়েছে যে, বাংলার আঞ্চলিক ইতিহাস অনুসন্ধানে তাঁরা আগামী দিনেও নিয়োজিত থাকতে চান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊