Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন আর্শদীপ সিং

প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন আর্শদীপ সিং

Arshdeep Singh


প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন অর্শদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে প্রথম কোনো ভারতীয় বোলার হিসেবে অর্শদীপ পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লো। যে রেকর্ড নেই বুমরাহ-শামিদেরও। কার্যত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অর্শদীপের বলেই ধ্বংস হয়ে যায় দক্ষিন আফ্রিকা।



এদিন ১০ ওভারে ৩৭ রানে পাঁচ উইকেট নেন আর্শদীপ। অর্শদীপের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ১১৬-তে দক্ষিণ আফ্রিকাকে আটকে দেয় ভারত। আর্শদীপ বলেন, ‘আমি কিছুটা চাপের মধ্যে ছিলাম। কারণ একদিনের ক্রিকেটে আগে একটি উইকেটও পাইনি। পাঁচটি উইকেট পাওয়ায় ভালো লাগছে। প্রাথমিকভাবে উইকেট থেকে সাহায্য মিলছিল। পরিকল্পনাটা স্পষ্ট ছিল। এলবিডব্লুউ এবং বোল্ড করা লক্ষ্য ছিল আমাদের।’



অর্শদীপের যোগ্য সঙ্গ দেন আবেশ। চার উইকেট নেন আবেশ। আট ওভারে ২৭ রান দিয়ে চারটি উইকেট নেন আবেশ। তিনটি ওভার মেডেন দেন। আর ২.৩ ওভারে তিন রান দিয়ে এক উইকেট নেন কুলদীপ। অর্শদীপ আর আবেশের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ছোটো করে দেয়। আইয়ার-সুদর্শনের দুরন্ত হাফ সেঞ্চুরিতে জয় পায় ভারত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code