Sun Image By Aditya L1: সূর্যের বিরল ছবি তুলে তাক লাগালো ISRO-র আদিত্য এল-১ 

Sun Image By Aditya L1


সূর্য অভিযান শুরু করেছে ভারত। আদিত্য এল-১ এখন সূর্যের পর্যবেক্ষনে। সম্প্রতি আদিত্য এল-১ সূর্যের কিছু বিরল ছবি তুলেছে আর যা প্রকাশ্যে এনেছে আইএসআরও। মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ একাধিক ছবি প্রকাশ করেছে সংস্থাটি।

Sun Image By Aditya L1



আইএসআরও জানিয়েছে, আল্ট্রাভায়োলেন্ট (Ultraviolent) ওয়েভলেন্থের (Wave Length) মাধ্যমে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ব্যবহার করে ছবিগুলি তোলা হয়েছে।

Sun Image By Aditya L1



আদিত্য-এল ১ মহাকাশযানে ‘দ্য সোলার আল্ট্রাভায়োলান্ট ইমাজিং টেলিস্কোপ’ সুইট নামের একটি টেলিস্কোপ ক্যামেরা বসানো আছে। এটিই সূর্যের ২০০ থেকে ৪০০ এনএম ওয়েভলেন্থের (মধ্যবর্তী ব্যবধান) মাধ্যমে ছবিগুলো তৈরি করেছে।

Sun Image By Aditya L1



ইসরোর তরফে বলা হয়েছে, ‘সূর্যের আলোকময় বহিরাবরণ (Photosphere) এবং বর্ণমণ্ডলের (Chromosphere) জটিল বিস্তারিত তথ্য পাওয়া গেছে।’ ছবিগুলোতে সূর্যের দাগ ও সূর্যের বেশ কিছু অদেখা অঞ্চলের ছবি ধরা পড়েছে।

Sun Image By Aditya L1



বিজ্ঞানীদের ‘সূর্যের গতিশীল চুম্বকীয় বায়ুমণ্ডল’ এবং ‘বিশ্বমণ্ডলের ওপর সৌর বিকিরণ আটকাতে আঁটোসাঁটো বাধা স্থাপনের’ বিষয়ের গবেষণায় সহায়ক হবে বলেও জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।