WBPSC WBCS 2023: রাজ্য সিভিল সার্ভিস প্রার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি দিল পিএসসি
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রাজ্যে সিভিল সার্ভিস নিয়োগে পরীক্ষা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ১৬ই ডিসেম্বর ২০২৩, শনিবার রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের প্রিলিমিনারী পরীক্ষা। কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার তারিখ নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গুলো অবগত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৬ই ডিসেম্বর ২০২৩ শনিবার বেলা ১২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা। ১লা ডিসেম্বর ২০২৩ থেকেই কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট: https://wbpsc.gov.in
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ই-অ্যাডমিট কার্ডের হার্ড কপি ও আইডেন্টিকাল দুই কপি পাসপোর্ট সাইজের ফটো এবং প্যান কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার স্বচিত্র অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট পরিচয়পত্র হিসেবে অরিজিনাল কপি নিয়ে যেতে হবে।
পাশাপাশি আরও জানানো হয়েছে যদি কোনো কারণে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড না করা যায় বা কোনো অসুবিধা হয় তাহলে অতিদ্রুত কমিশনের হেল্পডেস্ক pscwbit01@gmail.com এ ইমেল অথবা টেলিফোন নং 033-4058-5640 তে যোগাযোগ করতে বলা হয়েছে।
পরীক্ষার সেন্টারে মোবাইল, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ সহ যেকোনো রকমের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষেধ বলেও জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊