WB Primary TET 2023: প্রাথমিক টেট ২০২৩ নিয়ে বড় আপডেট

WB Primary TET 2023



২০২২-এর পর এবার ২০২৩-এও হতে চলেছে প্রাথমিক টেট (WB Primary TET 2023)। ডিসেম্বরের প্রাথমিক TET নিয়ে বড় আপডেট জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিকের টেট পরীক্ষা (WB Primary TET 2023)। এ বছরও ব্যাপক আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে টেট পরীক্ষা।


সম্প্রতি, সুপ্রিম কোর্টের (Supreme Court) ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে প্রাথমিক (Primary) স্কুলে শিক্ষকতা করতে হলে শিক্ষক-শিক্ষিকাদের D.El.Ed বা D.Ed ডিগ্রি থাকতেই হবে। অর্থাৎ কারও যদি বিএড ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্তরা প্রশিক্ষণ থাকা সত্ত্বেও প্রাথমিকে আবেদন করতে পারবে না।


সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা এবার থেকে প্রাথমিকের শিক্ষক নিয়োগে অংশ নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিল পর্ষদ। ফলে ২০২২ এর তুলনায় এবছর আবেদনকারীদের সংখ্যা একধাক্কায় অনেকটা কমে গিয়েছে বলে খবর।


গত বছর প্রাথমিকের টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী। এই বছর এই সংখ্যাটা অর্ধেকের থেকেও কম বলে জানাযাচ্ছে। এ বছর পরীক্ষায় বসতে চলেছে প্রায় ৩ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী।