উদয়ন গুহর পদযাত্রার পরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের যুব সভাপতি

BJP join


দিনহাটা:

উদয়ন গুহর পদযাত্রার কিছুক্ষনের পরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলো ভেটাগুড়ি ১ নং অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি মৃণাল বর্মন।
 


এদিন শুধু তৃণমূলের যুব সভাপতিই নন তৃণমূলের সদস্য কাজল, দীপু বর্মন সহ ১৫ টি পরিবার যোগ দেয় বিজেপিতে। জানা যায়, উদয়ন গুহর বিস্ফোরক মন্তব্যের পরেই এই যোগদান এমনটাই দাবি করেন সভায় উপস্থিত BJP নেতৃত্ব। 



এদিন সকালে ভেটাগুড়িতে বিভিন্ন এলাকায় পদযাত্রা করেন উদয়ন গুহ আর সেখানেই তিনি মন্তব্য করেন আমাদের নেতাকর্মীদের ওপর মারধর হলে আমরা বাড়ি থেকে বের করে পেটাবো। তার এই বিস্ফোরক মন্তব্যের কিছুক্ষণ পরেই ভেটাগুরি এক নং অঞ্চলে কাজল দাসের বাড়িতে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানেই বিজেপি নেতৃত্ব রতন বর্মন, কনভেনর অজিত মহন্ত, অপু মহন্ত সহ অনেকেই উপস্থিত ছিলেন।
 


সেখানে তৃণমূলের ভেটাগুড়ি ১ নং অঞ্চলের যুব সভাপতি মৃণাল বর্মন ও অন্যান্যরা বিজেপির পতাকা নিজেদের হাতে তুলে নিয়ে যোগ দেন বিজেপিতে।