Teacher Recruitment - গ্রামে শিক্ষকতা বাধ্যতামূলক করছে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী
স্বাস্থ্য হোক বা শিক্ষা চিরকালই অবহেলিত থেকে গ্রামাঞ্চল গুলি। তাই বিশেষ করে স্বাস্থ্যের মতন জরুরি বিষয়ে যে কোন সরকারী চিকিৎসককেই গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করতে হয় । কমকরে ৫ বছর গ্রামীন এলাকায় চিকিৎসককে পরিষেবা দিতে হয়।
এদিকে শিক্ষা ক্ষেত্রেও গ্রামীন এলাকা গুলোর শোচনীয় অবস্থা। উৎসশ্রী প্রকল্পে গ্রাম ছেড়ে শহরের বিদ্যালয়গুলিতে বদলি নেওয়ার হিড়িক পড়ে গিয়েছিলো । ফলে গ্রামীন বিদ্যালয় গুলি শিক্ষক শূন্যতায় ভুগছে। যার আরও একটা বড় কারন শিক্ষক নিয়োগ না হওয়া।
সব মিলিয়ে গ্রামীন বিদ্যালয়গুলির তথা গ্রামীন শিক্ষা ব্যবস্থা চরম সঙ্কটের মুখে। আর একথা বুঝতে পেরেই এবার জাতীয় শিক্ষানীতির আদলে গড়া রাজ্যের শিক্ষানীতিতে চিকিৎসকদের মত শিক্ষকদেরও গ্রামাঞ্চলের স্কুলে বাধ্যতামূলক শিক্ষকতা করতে হবে এমন নিয়ম আনতে চলেছে।
রাজ্যে যে সমস্ত নতুন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবেন, তাঁদের বাধ্যতামূলকভাবে পাঁচ বছর গ্রামাঞ্চলের স্কুলে শিক্ষকতা করতে হবে। মূলত গ্রামাঞ্চল ও শহরের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার জন্য এই নয়া নীতি তৈরির কথা ভেবেছে রাজ্য। রাজ্যের তরফে তৈরি করা শিক্ষানীতিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।
গ্রামে শিক্ষকতা বাধ্যতামূলক করছে রাজ্য, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, এর জন্য নতুন বিধি আসতে চলেছে। এই নিয়ে চলতি সপ্তাহে বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। খুব শীঘ্রই নীতিমালা প্রকাশিত হবে বলে জানাযাচ্ছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊