দেব দীপাবলিতেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ

Deb Diwali


নিজস্ব সংবাদদাতা, কলকাতা


কলকাতার গঙ্গাঘাটও বঞ্চনার স্বীকার। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়ের। গঙ্গা ঘাটে দেব দীপাবলির খাস আয়োজন করেছে কলকাতা কর্পোরেশন। সেই অনুষ্ঠানে এসে সুদীপ বন্দোপাধ্যায় অভিযোগ বারানাসির সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে বারানাসীর গঙ্গার ঘাট উন্নয়ন খাতে ৩০০০ কোটি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতায় গঙ্গার ঘাটের জন্য এক টাকা দেয়নি কেন্দ্র। যে কারণে রাজ্য সরকারকে ঘাটের উন্নয়নের কাজ করতে হচ্ছে। অন্য দিকে কলকাতা কর্পোরেশন এই দেব দীপাবলির উদ্যোক্তা। 



বিরোধীদের অভিযোগ হিন্দি ভোট ধরতেই তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত। সেই প্রশ্নের উত্তরে কলকাতার মেয়রের বক্তব্য, যারা এই রাজ্যে থাকে তারাই বাঙালি। তাদের জন্য সারা বছর সরকার কাজ করে। আলাদা করে কোনো কিছুর প্রয়োজন নেই।



উল্লেখ্য, বারাণসীর আদলে কলকাতায় গঙ্গা আরতির ব্যাবস্থা করেছে রাজ্য সরকার। সেই ঘাটে দেব দীপাবলির আয়োজনে এলাহী আয়োজন। সারা ঘাট জুড়ে ১০ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলন। দেবী গঙ্গার পুজোর আয়োজন ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভোগ বিতরণ করেছে কলকাতা কর্পোরেশন। মেয়র ছাড়াও কাউন্সিলররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। চলবে দুদিন। প্রতি বছর এই আয়োজন করবে সরকার এমনটাই বক্তব্য মেয়রের।