কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে একইসঙ্গে শাহরুখ-সালমান
ঐশী রায়, কলকাতা, ১৩ই নভেম্বর ২০২৩ঃ
পুজোর রেশ এখনও কাটেনি , দূর্গা পূজোর সমাপ্তি হলেও চলছে কালীপুজো, এরপর আগামীতে ভাইফোঁটা, ছট্ পুজো, জগদ্ধাত্রী পুজো রয়েছে। তার মধ্যেই রয়েছে আরও সুখবর। আবারো নতুন উৎসবের মেজাজে মাতবে কলকাতাবাসী। বাঙালির অতি প্রিয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে, আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ৫ই ডিসেম্বর থেকে শুরু হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে নামকরা বলিউডের তারকারা প্রতিবারই উপস্থিত থাকেন। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা-সহ আরো অনেক তারকা তিলোত্তমায় উপস্থিত থাকেন। তবে এবারে বাকিদের সঙ্গে দেখা যাবে বলিউডের ভাইজানকে, এবারে উপস্থিত থাকবেন সলমন খান।
গত বছর মে মাসেই ১৩ বছর পর সলমন কলকাতায় আসেন। ইস্টবেঙ্গল ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসেছিলেন। দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। হরিশ চ্যাটার্জি রোডে মমতার বাড়িতে গিয়েছিলেন তিনি। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রীর সাথে সলমন খানের চলচ্চিত্র উৎসবে আসার কথা হয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর কথা রাখতেই শহরে আবার আসবেন ভাইজান।
বলিউডের বড় দুই সুপারস্টার পর্দার "করণ-অর্জুন" একই মঞ্চে উপস্থিত থাকার কথায় ইতিমধ্যেই রীতিমত সাড়া ফেলেছে সিনে দুনিয়ায়। আবার এদিকে খুব দ্রুত সলমন খানের সিনেমায় শাহরুখ খানকে দেখা যেতে পারে বলেই জানা যাচ্ছে।।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊