স্বচ্ছ দীপাবলি, শুভ দীপাবলি টাকি পৌরসভা ও সীমান্ত রক্ষী বাহিনীর উদ্যোগে

Clean



দীপাবলীর উপলক্ষে বিএসএফের ও টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যানের হাতে ঝাড়ু ব্লিচিং পচনশীল বস্তু নিয়ে যাওয়ার জন্য ডাস্টবিন নিয়ে সকাল সকাল ইছামতির পারে। 



উত্তর ২৪পরগনার বসিরহাটের টাকি পৌরসভার ভারত ও বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর রাজবাড়ী ঘাট ,ঘোষবাড়ি, রাজবাড়ীঘাট ,সহ একাধিক ঘাটের পরিচ্ছন্নতায় নামলো ৮৫ ব্যাটেলিয়ানের মহিলা সীমান্তরক্ষী বাহিনী ও টাকি পৌরসভা। দীপাবলির আলোর রোশনায় রাতভর যখন আম বাঙালি মেতেছে। সেই সময় টাকি ভারত ও বাংলাদেশ সীমান্তে টাকির ইছামতি নদীর ঘাট সহ একাধিক জায়গায় স্বচ্ছতার নামলো পৌরসভা ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। 



ভাইস চেয়ারম্যান ফারুক গাজী বলেন, একদিকে ইছামতি দূষণ অন্যদিকে ঘাট গুলোতে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তা মাথায় রেখে আমাদের এই আজকে বিএসএফ ও পৌরসভার উদ্যোগে সকাল থেকে দীপাবলির উপলক্ষে স্বচ্ছতায় নেমেছি। যেহেতু পর্যটকরা আসা শুরু করেছে তাই আমাদের পরিবেশ দূষণ রুখতে আমাদের এই কর্মসূচি ধাপে ধাপে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। 



আরও বলেন, ইতিমধ্যে ভারত ও বাংলাদেশ টাকির ইচ্ছামতি নদীর ভাসানকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। এই পর্যটনের উপর দেশ ও বিদেশে বহু পর্যটকরা এখানে এসে সময় কাটান। আমরা চাই টাকি পৌরসভা স্বচ্ছ পরিচ্ছন্নতার মধ্য দিয়ে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের মূল উদ্দেশ্য।