Latest News

6/recent/ticker-posts

Ad Code

আহমেদাবাদে সারা, গিল-সারার প্রেমের গুঞ্জনের মাত্রা বাড়ালেন সারা নিজেই!

আহমেদাবাদে সারা, গিল-সারার প্রেমের গুঞ্জনের মাত্রা বাড়ালেন সারা নিজেই!

Sara-Gill


বিশ্বকাপের মঞ্চে আহমেদাবাদে রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আর তার আগে ইতিমধ্যে আহমেদাবাদে পৌঁছে গেছেন সারা তেন্ডুলকর। বেশ কিছুদিন ধরেই ভারতীয় ব্যাটার শুভমন গিল ও সারা তেন্ডুলকরের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে নেট পাড়ায়। গালের দুর্দান্ত ব্যাটিং-এ যেমন গ্যালারি থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঠিক তেমনই আউট হলে বিষন্নতাও দেখা গিয়েছে সারার চেহারায়।



ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকর ও ভারতীয় ব্যাটার শুভমন গিলের প্রেমের সম্পর্কের গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যায়। সম্প্রতি, গিলের ছবি পোস্ট করে সেই গুঞ্জনের মাত্রা বাড়িয়েছেন স্বয়ং সারাই। এদিকে রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। আর সেই ম্যাচে উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী থেকে বিশ্বকাপজয়ী সব অধিনায়ক সহ একাধিক গুনীজন। উপস্থিত থাকবেন সারা তেন্ডুলকরও। ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আহমেদাবাদে।



সারা নিজেই আহমেদাবাদে পৌঁছানোর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করে সারা তেন্ডুলকর জানিয়েছেন তিনি পৌঁছে গেছেন আহমেদাবাদে। পাশাপাশি সারা তেন্ডুলকর যে আহমেদাবাদে গিলের খেলা উপভোগ করতে আর গিলকে সাপোর্ট করার সাথে সাথে দেশকে সাপোর্ট করতে গিয়েছেন তাও স্পষ্ট। তিনি পোস্টে শুভমন গিল ও ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচকে উল্লেখ করেছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code