পাটের গাড়ি উল্টে বিপত্তি, মৃত ২ আহত ১

public in night




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ পাট বোঝাই লড়ি উল্টে ময়নাগুড়িতে মৃত্যু দুইজনের আহত ১ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে । জানা যায়, ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের ৩১ নম্বর জাতীয় সড়কের হুসলুডাঙ্গা টোল গেট সংলগ্ন ধারাইকুড়ি এলাকায় ।

এদিন রাত দশটা নাগাদ ধুপগুড়ি থেকে ময়নাগুড়িগামি একটি পাট বোঝাই লড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এবং আহত হয় একজন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই ব্যক্তি স্থানীয় । তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন কিন্তু হঠাৎ করেই ধুপগুড়ি থেকে ময়নাগুড়িগামি একটি পাট বোঝাই লড়ি তাদের উপর উল্টে যায় । ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের এবং আহত হয় একজন । তাদের পরিচয় এখনো জানা যায়নি ।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং দমকল কর্মীরা । সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীরা সকলে মিলে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন । ঘটনা জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৩১ নম্বর জাতীয় সড়ক । প্রায় আড়াই ঘণ্টা বন্ধ হয়ে পড়ে যান চলাচল ।

তবে রাত সাড়ে বারোটার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয় ।