ডিসেম্বরে প্রাথমিক টেট তার আগে বড় আপডেট

Primary TET


১০ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রাথমিক পরীক্ষা টেট। গত বছর ১১ই ডিসেম্বর রাজ্যজুড়ে অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক টেট। জানা গিয়েছিল প্রায় ৬ লক্ষ ৯০ হাজার প্রার্থী আবেদন করেছিল আর পরীক্ষায় বসেছিল ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। তবে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। আবেদন পড়েছে গত বছরেরও অর্ধেক।



গত বছর বিএড, ডিএড, ডিএলএড করা সকলেই প্রাথমিকে টেটে বসার সুযোগ পেলেও সুপ্রিমকোর্টের রায়ের পর এবছর বিএড ডিগ্রীধারীরা প্রাথমিক টেটে বসতে পারবেন না শুধু ডিএড বা ডিএলএড করা প্রার্থীরাই বসতে পারবে টেটে। জানা যাচ্ছে এবছর ৩লক্ষ ১০ হাজার প্রার্থী বসতে চলেছে প্রাথমিক টেটে। গত বছরের ন্যায় এবছরেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পরীক্ষা পরিচালনায় একাধিক পদক্ষেপ নিয়েছে টেটে।



পরীক্ষা কক্ষে নকল এড়াতে পদক্ষেপ নিচ্ছে বোর্ড। জানা যাচ্ছে নতুন নিয়মের মধ্যে পড়ছে হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ফ্রিস্কিং। পাশাপাশি ফিঙ্গার প্রিন্ট ব্যবহারের চিন্তা ভাবনাও চলছে বলে খবর। যদিও এবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয় নি। গতবছরের ন্যায় এবছরেও থাকছে সিসিটিভি। পরীক্ষাকেন্দ্রে প্রবেশ ও প্রস্থান থাকবে সিসিটিভির আওতায়।