প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে জোরালো আন্দোলন

primary teacher



প্রাথমিক শিক্ষক (Primary Teacher) পদে নিয়োগের দাবিতে আন্দোলনে নামলো ২০২২ সালের টেট পাস করা শতাধিক প্রাথমিক চাকরি প্রার্থী। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে বিক্ষোভ অবস্থান করেন তারা।

হবু শিক্ষক‌রা (Primary Teacher) এদিন সকালে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ভবনের সামনে জমায়েত হয়ে শিক্ষকপদে নিয়োগের দাবি জানান।

চাকরি প্রার্থীরা (Primary Teacher) বলেন, ২০২২ সালে‌ অত্যন্ত‌ স্বচ্ছতার‌ সঙ্গে টেট‌ পরীক্ষা হয়েছে। তাই অবিলম্বে টেট পাশ করা সমস্ত শিক্ষক‌কে চাকরিতে নিয়োগ করতে হবে।

এই দাবিতে জলপাইগুড়ি‌ জেলা প্রাথমিক শিক্ষা সংসদ দপ্তরের সামনে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। অবিলম্বে টেট পাশ করা সমস্ত প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থীকে শিক্ষক পদে (Primary Teacher) নিয়োগের দাবি করেন আন্দোলন‌কারীরা। বুধবার সকাল থেকে এই অবস্থান আন্দোলন শুরু হয়।