সীমাহীন দূর্নীতি ও প্যালেস্তাইনে গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল



খাদ্য দপ্তর সহ রাজ্য জুড়ে বিভিন্ন ক্ষেত্রে সীমাহীন দূর্নীতি ও প্যালেস্তাইনে গণহত্যার বিরুদ্ধে আসানসোল সি আই টি ইউ বা সিপিএম (এরিয়া কমিটি ১) এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।মঙ্গলবার বিকেলে আসানসোল ঘড়ি মোড় থেকে শুরু করে গড়ায় রোড হয়ে ইসমাইল মোড় পর্যন্ত মিছিল করা হয়।





নিয়োগ, খাদ্য বেশ কিছু দুর্নীতির প্রতিবাদে ও প্যালেস্টাইন ঘটনা নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল। উপস্থিত ছিলেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জী, সত্য চ্যাটার্জী, কাউন্সিলর আমনা খাতুন, মৈত্রেয়ী দাস, ভিক্টর আচার্য, হরেকৃষ্ণ আইচ সহ আরো অনেকে।


এই বিষয়ে সিপিএম এর রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জী বলেন ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেই কোন হত্যার বিরুদ্ধে আজকে আমাদের মিছিল। ভারত সরকার চিরকাল ছিল গোষ্ঠী নীতির পক্ষে ও শান্তির স্বপক্ষে কিন্তু এই প্রথম বিজেপি সরকার তারা সরাসরি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধের পক্ষে মত দিয়েছে। শান্তি সাপেক্ষে প্রচেষ্টাই মত দেইনি। তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। পাশাপাশি রাজ্যের সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। এর বিরুদ্ধে আমরা চুপ করে বসে থাকতে পারি না। এখন শুধু আসানসোলের ছোট্ট অংশে মিছিল হচ্ছে আবার রেলপাড়ের দিকে সেখানে আলাদা মিছিল হবে। এই মিছিল টানা কয়েকদিন পরপর চলবে।



তিনি আরও বলেন, আগে ভারত নিরপেক্ষ ছিল। কিন্তু ভারতের ইতিহাসে এই প্রথম যে ভারত ইউএনওতে যুদ্ধের পক্ষে ভোট দিয়েছে। সেই সঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির বিরুদ্ধেও এই মিছিল। এছাড়াও দলের তরফে রেল নিয়েও রাস্তায় নামা হয়েছে। রেলের যেসব কর্মচারী বেসরকারিকরণের ফলে প্রভাবিত হয়েছেন তাদের নিয়ে রেলের বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন করা হবে। ডিআরএম অফিসের সামনে বিক্ষোভ দেখানো হবে।