PM Kisan: কৃষকদের জন্য সুখবর! টাকা দেবে সরকার


PM Kisan Maandhan Yojana



কৃষকদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা খুব শীঘ্রই আসছে আপনার অ্যাকাউন্টে। দুদিন পরেই সেই টাকা প্রধানমন্ত্রীর হাত ধরেই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়বে এমনটাই খবর। আগামী 15ই নভেম্বর 2023 তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। কেন্দ্রীয় মন্ত্রী তোমার একথা নিজের সোশ্যাল হ্যাণ্ডেলে জানিয়েছেন। ভারত জুড়ে ৮ কোটিরও বেশি কৃষককে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে কেন্দ্রীয় সরকার৷



কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর X-এ লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 15 নভেম্বর, 2023-এ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 15তম কিস্তি DBT-এর মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। PM-KISAN প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারকে বছরে 6,000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়, যা 2,000 টাকার তিনটি সমান কিস্তিতে দেয় সরকার।



প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনার নাম আছে কি না জানবেন কি করে?

ধাপ 1: PM Kisan অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in দেখুন

ধাপ 2: 'বেনিফিশিয়ারি লিস্ট' ট্যাবে ক্লিক করুন।

ধাপ 3: ড্রপ-ডাউন থেকে বিশদ বিকল্পটি নির্বাচন করুন, যেমন রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক এবং গ্রাম নির্বাচন করুন

ধাপ 4: 'রিপোর্ট পান' ট্যাবে ক্লিক করুন



প্রসঙ্গত, কৃষকদের আর্থিক সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করে। এর অধীনে বছরে কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা করে দেয় সরকার। সেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় তিন কিস্তিতে। প্রতি কিস্তি ২০০০ টাকা করে।