চলন্ত বাসে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ময়নাগুড়িতে

Fire on bus


জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ

চলন্ত সরকারি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি - জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের ময়নাগুড়ি রোড ও উল্লাডাবরি এলাকায়। ঘটনায় বাসটির বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। জানা গেছে, বানারহাট থেকে এনবিএসটিসির একটি বাস সোমবার সন্ধ্যা পাঁচটা নাগাদ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়।ধূপগুড়ি পৌছানোর পর বাসটির মধ্যে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এমনকি বাস থেকে পোড়া পোড়া গন্ধ পাওয়া যায় বলে বাসযাত্রীরা জানান। বাসের কন্ডাক্টর বাস চালককে বাসটি ধীরে চালানোর কথা বলেন বলেও জানান বাসযাত্রীরা। এরপর উল্লাডাবরি এলাকার কাছাকাছি পৌছাতেই বাস থেকে ধোঁয়া বেরোনোর কারণে বাসটি দাড়িয়ে পড়ে। এরপর বাসটি দাউদাউ করে জ্বলে উঠে। 



বাস যাত্রীরা হুরমুরিয়ে নামতে থাকেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি দমকলের একটি ইঞ্জিন‌। এরপর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাস যাত্রীদের কেউ আহত না হলেও বাসটির বেশ কিছু অংশ পুড়ে গেছে। 



তবে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাসটির মধ্যে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ার পরেও কিভাবে বাসটি রাস্তায় চলছিলো?