চোরাই কাঠসহ  হাতেনাতে ধরা পড়লো পিকআপ গাড়ি

pickup van



চোরাই কাঠের ব্যবসা চলছে রমরমিয়ে। দুটি পিকআপ গাড়ি হাতেনাতে ধরা পড়লো কাঠ সহ । বনদপ্তরের পক্ষ থেকে ৩রা নভেম্বর নাকা চেকিং করতে গিয়ে বারাবনি ব্লকের লালগঞ্জ মোড়ের কাছে চোরাই কাঠ সহ একটি গাড়ি ধরা পড়ে বনদপ্তরের জালে এবং একটি গাড়ি পানিফলা অঞ্চল থেকে আটক করে।

আসানসোল বনদপ্তরের টেরিটোরিয়াল রেঞ্জ আধিকারিক সঞ্জয় পতি জানান, কিছুদিন ধরেই তাদের কাছে এই অবৈধ কাঠ পাচারের খবর আসছিল। তাই তারা প্রায় সময়ই এই রকমের সারপ্রাইজ চেকিং করে অবৈধ কাঠ রুখতে মাঠে নেমে পড়েছেন।বিগত দিনেও তারা এই ধরনের চোরাই কাঠ ধরবেন।এই দিন গাড়ি দুটিকে আটক করার পর নিয়ে আসা হয় রূপনারায়নপুরের বনদপ্তরের অফিসে।

সূত্রের খবর অনুযায়ী, সালানপুর বারাবনির বিস্তীর্ণ এলাকার যে কাঠ গোলাগুলি রয়েছে সেইগুলির মধ্যে অবৈধভাবে পাচার করা কাঠ প্রচুর পরিমাণে ঢুকছে। যেখানে সমস্ত মানুষ এবং সমাজসেবী সংগঠন বলছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও সেই জায়গায় দাঁড়িয়ে বারাবনির গোরান্ডি জঙ্গল ও সালানপুরের মাইথন জলাধারের পাশে যে জঙ্গল রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে কাঠ কাটা হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন ও বনদপ্তরের চোখে ধুলো দিয়ে এই চোরাই কাঠ ব্যবসা কীভাবে রমরমিয়ে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। 


সূত্রের খবর, পশ্চিম বর্ধমান জেলায় বাঁকুড়া,    পুরুলিয়া, শিলিগুড়ি থেকে বহু অবৈধ কাঠ দিনে রাতে ডিসেরগড় সহ ডুবুডি চেকপোস্ট এবং রূপনারায়নপুরের ঝাড়খন্ড বাংলা সীমান্ত থেকে প্রচুর পরিমাণে চোরাই কাঠ পশ্চিম বর্ধমান জেলায় বিভিন্ন কাঠগোলায় আসছে।