দুঃসাহসিক ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে, লুট সোনা গয়না টাকা-পয়সার
এবার নজর রাখতে হচ্ছে আগরপাড়ার দিকে, ভর সন্ধ্যায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ভর সন্ধ্যায় দুঃসাহসিক ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে, সোনা গয়না টাকা-পয়সার লুট করে পালিয়ে যায় ডাকাতের দল, ঘটনায় চাঞ্চল্য।
ভর সন্ধ্যে বেলায় আগরপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। অস্ত্র সহ ৫ জন দুষ্কৃতী এসে বাড়িতে হামলা চালায়। পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রসাদ নগর মাতাগিরি হর্ণা পল্লী এলাকায় দিগম্বর সিং নামে এক ব্যবসায়ীর বাড়িতে অস্ত্র নিয়ে আক্রমণ করে বেশ কয়েকজন দুষ্কৃতী। পরিবার নিয়ে এখানে থাকেন তিনি । ঘরের সোনার গহনা সহ টাকা পয়সা লুঠ করে পালিয়ে যায় বলে পরিবার সূত্রের খবর।
বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিল মাতঙ্গিনি হাজরা এলাকার বছর ২৫ এর বাসিন্দা কালু হেলা। তাকে আটক করে খরদহ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊