Ind vs Aus T20I Series : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ১-০ তে এগিয়ে ভারত

Ind vs Aus T20I



বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর চারদিনের মাথাতেই শুরু হল টি২০ সিরিজ। আর এই টি২০ সিরিজে ভারতীয় দলে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয়েছে যুবদের। সূর্যের নেতৃত্বে নয়া টিম নিয়ে খেলতে নেমেই জয় দিয়েই সিরিজ শুরু করলো ভারত। প্রথম টিটোয়েন্টি জয় করে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। 



বৃহস্পতিবার বিশাখাপত্তনমে টান টান উত্তেজনার ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ফাইনালে হেরে বিশ্বকাপ খেতাব হাত ছাড়ার পরেই টিটোয়েন্টি সিরিজে এগিয়েই থাকলো ভারত। পাশাপাশি এদিন টিটোয়েন্টি ম্যাচে সবথেকে বেশি রান তাড়া করে জয়ী হল ভারত। ঈশান-সূর্যের দাপুটে হাফ সেঞ্চুরি, রিঙ্কুর দাপুটে ইনিংস জয় এনে দেয় ভারত। অপরদিকে ইংলিশের সেঞ্চুরিকে কার্যত দুরমুশ করেই এই জয় ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে বিশাখাপত্তনামে হয় প্রথম ম্যাচ। 



বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বিশ্বকাপে খেলা অধিকাংশ সিনিয়র ক্রিকেটারকে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে নামে ভারত। কার্যত তরুণ দল নিয়েই খেলতে নামে ভারত। এদিকে বিশ্বকাপে খেলা আট ক্রিকেটারকে নিয়ে শক্তিশালি দল নিয়েই খেলতে নামে অজিরা। ভারতের এই জয়ে ১-০ এ সিরিজে এগিয়ে গেল ভারত।