তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুরু হল সিবিআই তদন্ত: সূত্র 

Mahua Maitra


ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলা সংক্রান্ত বিস্ফোরক অভিযোগে এবার সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে শুরু হল সিবিআই তদন্ত এমনটাই সূত্রের খবর। মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছে লোকপাল। আর সেই সুপারিশের ভিত্তিতে তদন্ত শুরু করলো সিবিআই এমনটাই জানাচ্ছে সূত্র।



ক্যাশ ফর কোয়ারি’ মামলায় মহুয়াকে সংসদের এথিক্স কমিটিও ডেকে পাঠিয়েছিল। সেই মামলা ঘিরে এথিক্স কমিটি মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছে। মহুয়ার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে ঘুষ নিয়ে সরকার বিরোধী প্রশ্ন তুলেছিলেন সংসদে।



সূত্রের খবর, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিভেশন (CBI) কাউকে গ্রেফতার করতে পারে না, তল্লাশিও করতে পারে না। তবে প্রয়োজনে তথ্য-প্রমাণ দেখতে চাইতে পারে। প্রশ্নোত্তর পর্বও চালাতে পারবেন। জানা যাচ্ছে, যেহেতু লোকপালের নির্দেশে সিবিআই তদন্ত শুরু হচ্ছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদের তদন্তের পর যাবতীয় তথ্য দাখিল করবে দুর্নীতি-দমন শাখার কাছে।



কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে এথিক্স কমিটির ডেকে পাঠানো ও এবার সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।