Ind vs Aus T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে জয় সূর্য বাহিনীর 

Ind vs Aus


সূর্যের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টই20 ম্যাচেই জয় ছিনিয়ে নিল ভারত। টসে জিতে এদিন ফিল্ডিং নেয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছেন স্টিভ স্মিথ এবং ম্যাথিউ শর্ট। ভারতের হয়ে প্রথম ওভারে বল করতে এসেছেন আর্শদীপ সিং। পঞ্চম ওভারে রবি বিষ্ণোই প্রথম বল করতে এসেই বড় ধাক্কা দেন অস্ট্রেলিয়াকে। তিনটি চারের হাত ধরে ১১ বলে ১৩ করে সাজঘরে ফিরলেন শর্ট। স্মিথ-ইংলিসের ১৩০ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে স্কোর গড়তে শ্বাস দেয়। ৪১ বলে ৫২ করে ফেরেন স্মিথ । প্রসিধ কৃষ্ণের ছোঁড়া বলে উইকেট ভাঙেন মুকেশ। 47 বলে শতরান হাঁকান ইংলিশ। অস্ট্রেলিয়াকে বড় স্কোরের দিকে এগিয়ে দিয়ে 11টি চার ও 8টি ছক্কার বিনিময়ে 50 বলে 110 করে ফেরেন ইংলিশ। স্টইনিস অপরাজিত থাকলেন ৬ বলে ৭ করে। ১৩ বলে ১৯ রান ডেভিডের। 20 ওভার শেষে 208 রানের স্কোর গড়ে অস্ট্রেলিয়া।



জবাবে ব্যাট করতে যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় ওপেন করতে নামে। কোনও বল না খেলেই আউট হয়ে গেলেন তিনি। প্রথম ওভারের পঞ্চম বলে বলটি মেরেই রানের জন্য কল করেন যশস্বী কিন্তু বলটি বেশি দূর যায়নি আর তাতেই আউট হয়ে যায় রুতুরাজ। তৃতীয় ওভারেই দ্বিতীয় ধাক্কা ২টি চার এবং ২টি ছক্কার হাত ধরে ৮ বলে ২১ করে যশস্বী সাজঘরে ফেরেন। পাঁচটি ছক্কা, ২টি চারের হাত ধরে ৩৯ বলে ৫৮ করে সাজঘরে ফিরলেন ইশান। ২টি চারের হাত ধরে ১০ বলে ১২ করে সাজঘরে ফেরেন তিলক। বেহরেনডর্ফের বলে দুরন্ত ক্যাচ ধরেন হার্ডি। বল লক্ষ্য করে পিছনে দৌড়িয়ে ডাইভ দিয়ে ক্যাচটি ধরেন হার্ডি। ৯টি চার এবং চারটি ছক্কার হাত ধরে ৪২ বলে ৮০ রান করে সূর্যকুমার যাদব সাজঘরে ফিরে গেলেন। ম্যাচকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায় রিঙ্কু। ১৪ বলে ২২ করে রিঙ্কু, আর ২ রান করেন অক্ষর। শেষমেষ ২ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত। ছক্কা মেরে রোমহর্ষক ম্যাচ জেতালেন রিঙ্কু, T20-তে ভারতের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের নজির।



পাঁচ ম্যাচের সিরিজে আজ বিশাখাপত্তনামে প্রথম ম্যাচ। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি সহ বিশ্বকাপে খেলা অধিকাংশ সিনিয়র ক্রিকেটারকে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে আজ নামে ভারত। কার্যত তরুণ দল নিয়েই খেলতে নামছে ভারত। এদিকে বিশ্বকাপে খেলা আট ক্রিকেটারকে নিয়ে শক্তিশালি দল নিয়েই খেলতে নামে অজিরা। ভারতের এই জয়ে ১-০ এ সিরিজে এগিয়ে গেল ভারত।