মরশুমের প্রথম তুষারপাত ভূস্বর্গ কাশ্মীরে

Kashmir


কাশ্মীর, ১৩ই নভেম্বর ২০২৩ঃ

বছরের ছয় ঋতুর চারটি ঋতু শেষ, এবার পালা সকলের প্রিয় ঋতু শীতের। কারণ? শীতকালেই যে বাঙালির পিঠে-পুলির, নলেন গুড়ের উৎসব। আর ছুটি পেলেই পাহাড়ে ঘুরতে যাওয়ার মজা। নভেম্বর মাস এলেই শিরশিরানি শীতের আমেজ পাওয়া যায়। ভোরবেলা, রাতের বেলা হালকা কুয়াশার চাদরে মুড়ে থাকে চারিদিক। আপাতত পশ্চিমবঙ্গে শীত চলে এসেছে। আর শীত মানেই সকলের ঘোরাঘুরি আর পিকনিকের আমেজ।



শীতকালে ঘুরতে যাওয়া মানেই দার্জিলিং নয়তো কাশ্মীর। কাশ্মীরের তুষারপাত দেখতে ভিড় জমান সকলেই। ভূস্বর্গ কাশ্মীরে এবছরের তুষারপাত হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুসারে বৃহস্পতিবার থেকে তুষারপাতের ঘটনা ঘটেছে ভূস্বর্গ কাশ্মীরে। মরশুমের প্রথম তুষার পাত ভূস্বর্গ কাশ্মীরে। 



রাস্তাঘাট বাড়িঘর তুষারের চাদরে প্রায় ঢেকে গেছে। এখন যে সমস্ত পর্যটকরা কাশ্মীরে রয়েছেন তাদের কাছে এ এক স্বর্গীয় অনুভূতি। তবে কাশ্মীরের উঁচু জায়গায় তুষারপাত হলেও অপেক্ষাকৃত নিচে জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী।।