কালী পূজার রাতে আগুনে পুড়ল ঘর,পরিবার নিয়ে গাছ তলায় আশ্রয় মৎস্যজীবী

Burn


কাকদ্বীপ :

কালী পূজায় গোটা দেশ আলোকিত হয়ে উঠেছিল। আর সেই উৎসবের দিনেই ঘটলো অঘটন। আগুনে পুড়ে গেল গোটা ঘর-বাড়ি । উৎসবের দিনে গৃহহীন হয়ে পড়ল দাস পরিবার। পরিবারের সদস্যদের নিয়ে গাছ তলায় ঠাই। এমনই এক ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার কাকদ্বীপ বিধানসভার হারুউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত মাইতির চক এলাকায়। 



স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ,গতকাল অর্থাৎ রবিবার রাতে পরিবারের সদস্যরা কালী পুজো দেখতে গিয়েছিল। হঠাৎ জ্বলে উঠলো গোটা বাড়ি। আগুনের লালিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নিল বাড়িটিকে। তবে কিভাবে লাগলো আগুন তা ধোঁয়াশা। 



ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও হারুপয়েন্ট কোস্টাল থানার পুলিশ বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু শেষ রক্ষা হয়নি সম্পূর্ণ বাড়ি এবং আসবাব পত্র পুড়ে যায়।



এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই বাড়িতে প্রিয় লাল দাসের পরিবার দীর্ঘ ১০ বছর ধরে বসবাস করে আসছে। প্রিয়নাল দাস ভিন রাজ্যের মৎস্যজীবী। বর্তমানে তিনি কেরালায় কর্মরত রয়েছেন, তবে তার পরিবারের ৬ জন ওই বাড়িতে থাকতো বলে জানা গেছে, তবে ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, কিভাবে আগুন লাগল তারাও এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। মাথা গোজার শেষ সম্বল টুকু হারিয়ে কার্যত গাছ তলায় এসে আশ্রয় নিয়েছে মৎস্যজীবী পরিবার। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে মৎস্যজীবী দাস পরিবার।