প্রায় ২হাজার পরীক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হল CIRCLE আয়োজিত YPTRC পরীক্ষা 

YPTRC EXAM


সংবাদ একলব্য: 

চাকরির পরীক্ষাতেই দেখেছেন শুধু ওএমআর! স্কুলে পাঠরত ছাত্রছাত্রীদের সাথে ওএমআরের পরিচয় করাতে গত ২০১৮ থেকে বড় পদক্ষেপ নিয়ে কাজ করছে কোচবিহার জেলার দিনহাটার সংস্থা সার্কেল। আর তাঁদের উদ্যোগেই আজ অনুষ্ঠিত হলো সার্কেল সংস্থা আয়োজিত ইওর প্রেজেন্ট ট্যালেন্ট রিসার্চ বাই সার্কেল ২০২৩-এর পরীক্ষা। ২০১৮ সালে শুরু হয় এই মেধা নির্ধারক পরীক্ষা। 


এবছর চতুর্থ বর্ষের পরীক্ষা আয়োজিত হয় কোচবিহার জেলার মোট ১২টি সেন্টারে। প্রায় ২০০০ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে আজ। সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হল পরীক্ষা এমনটাই জানাচ্ছেন অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা। দিনহাটা, ওকড়াবাড়ী, মুন্সিরহাট, বাসন্তীরহাট, নাজিরহাট, সাহেবগঞ্জ, জরাবাড়ি, ভেটাগুড়ি, গোসাইরহাট, চামটা, কোনাচাত্রা ও বড়মরিচাতে হয় এই পরীক্ষা। এই পরীক্ষা পুরোপুরি ওএমআর ভিত্তিক। কোচবিহার জেলার সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। 



সংস্থার এবছরের পরীক্ষা নিয়ামক দীপক বর্মন জানান, সকলের সহযোগিতায় সুন্দরভাবেই পরীক্ষা সম্পন্ন হল। খুব শীঘ্রই ফলাফলের তারিখ জানানো হবে। সকলের সহযোগিতা ও সমর্থন আমাদের কাজকে সার্থক করেছে। আগামীদিনে সকলের সাহায্য পাবো আশাবাদী। সংস্থার তরফে আরও জানানো হয়েছে প্রতিটি ক্লাসের সেরাদের জন্য থাকছে পুরষ্কার ও এককালীন স্কলারশিপ। শিক্ষার মানকে উন্নত করতে আজ যে ওএমআর শিটে পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তাই ২০১৮ থেকেই এই নব চিন্তার পরীক্ষা চলছে একদম ক্লাসভিত্তিক সিলেবাস অনুসারেই। 



সংস্থার সিইও ও এমডি জানিয়েছেন আগামীতে আরও আপডেট করে কিভাবে সবটা ঠিকঠাক করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। প্রত্যেকটা স্কুল, সেন্টারের ইন চার্জ, সংস্থার সদস্য যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি সকলকেই ধন্যবাদ জানাই। আগামীর পথে তাঁরা সকলেই পাশে থাকবেন বলে আশাবাদী তিনি।