আট মাসের বাচ্চাকে পাথড় মেরে হত্যার অপরাধে গ্রেপ্তার বাবা
অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির বহুলা নিউ কোয়ার্টারের বাসিন্দা অজয় ভুঁইয়াকে নিজের সদ্যজাত আট মাসের বাচ্চাকে পাথড় মেরে হত্যার অপরাধে গ্রেপ্তার করে অন্ডাল থানার পুলিশ।
অজয় ভুঁইয়ার মা জানান অজয় এবং তার স্ত্রী মমতা ভুঁইয়ার সাথে কয়েক দিন ধরে অশান্তি চলছিল নবজাত স্বরাজকে নিয়ে, অজয়ের বক্তব্য মৃত স্বরাজ তার বাচ্চা নয়। আজ সকালে অজয় বাচ্চাকে ঘোরাতে নিয়ে যায় তার মা-এর সন্দেহ হওয়াতে সে অজয়ের পেছনে যায় এবং জামবাঁধ ওসিপির পেছনে বাচ্চার মাথা ফাটা অবস্থায় দেখে সে বাড়ীতে খবর দিলে বাচ্চার মা চীৎকার করে সবাইকে জানালে সবাই এসে বাচ্চাকে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে তদন্তে নেমে জানতে পারেন বাচ্চার বাবা অজয় বাচ্চাকে হত্যা করে কবর দেবার প্রস্তুতি করছিল, পুলিশ অজয়কে বাচ্চাকে হত্যার অপরাধে গ্রেপ্তার করে। খবর পেয়ে বহুলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বীরবাহাদুর সিংহ ঘটনাস্থলে পৌঁছে মৃতর পরিবারকে শান্তনা দেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊