বাংলাদেশী পর্যটকদের জন্য হোটেল বুকিং বয়কট করলো দার্জিলিং এর এক হোটেল 

hotel



বিশ্বকাপের জের এবার বাংলাদেশের পর্যটকদের উপর । দার্জিলিং এ ঘুরতে আসা বাংলাদেশের পর্যটকদের জন্য খারাপ খবর। অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশীদের জন্য হোটেল বুকিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটি হোটেল।

প্রসঙ্গত গোটা বিশ্বকাপে এক ম্যাচেও হারেনি ভারত‌। বিশ্বকাপে অপরাজেয় ভারতীয় ক্রিকেট টিমের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। কিন্তু আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ফাইনালে ঘটে ছন্দ পতন। অস্ট্রিলিয়ার কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। তবে এই পরাজয়ে অস্ট্রেলিয়া যতটা খুশি তার থেকে বেশি খুশি বাংলাদেশের একটা বড় সংখ্যক ক্রিকেট প্রেমী।


ভারত ফাইনালে হারবার পর থেকেই স্যোসাল মিডিয়া জুড়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ভারতীয় ক্রিকেট টিমকে ব্যঙ্গ করে মিমের বন্যা হতে থাকে।


বাংলাদেশের এই আচরণ মেনে নিতে পারছে না ভারতের ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশকে বয়কটের ডাক দিচ্ছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। যেভাবে চিনকে বয়কটের ডাক দেওয়া হয়েছে ঠিক তেমনভাবেই স্যোসাল মিডিয়ায় boycotbangladesh হ্যাশট্যাগে দাবী উঠেছে বাংলাদেশকে বয়কটের।


এদিকে কোচবিহারের বিখ্যাত রাসমেলায় প্রতিবছরের মতন এবছরও আসতে চলেছে বাংলাদেশের বিভিন্ন পন্য নিয়ে বিভিন্ন দোকানি। অনেকে দাবী জানাচ্ছেন বাংলাদেশী পণ্য বয়কটের। আবার কেউ দাবী তুলছেন বাংলাদেশের থেকে আসা দোকানের সামনে প্রতিবাদ জানানোর।


তবে ভারতের হারে বাংলাদেশের ব্যঙ্গের জবাবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রথম পদক্ষেপ গ্রহন করলো দার্জিলিং এর একটি হোটেল । দার্জিলিং এর Royoporus Taktsang নামের এই হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে "অনির্দিষ্টকালের জন্য আমাদের হোটেলে বাংলাদেশী ট্যুরিস্ট দের বুকিং বন্ধ রাখা হলো।" তবে এর পরেই হোটেল এর গুগুলে ফেক রিভিউ রেটিং পড়তে থাকে বলে হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে।


বলা হয়েছে- "গতকাল আমাদের হোটেলে বাংলাদেশি গেস্ট দের বুকিং বন্ধের সিদ্ধান্তের আগে অব্দি আমাদের গুগল রিভিউ ছিল 4.4, এই পোষ্ট করার সময় অব্দি তা 4, হয়তো পরে সেটা আরো কমবে। গত 12 ঘন্টায় বাংলাদেশ থেকে অন্তত 20 টা 1 স্টার রিভিউ এসেছে। অবশ্যই ফেক রিভিউ। কিন্তু, এভাবে 1 স্টার রিভিউ দিয়ে কি আপনাদের প্রতি মনোভাব বদলাতে পারবেন? আমাদের বাকি হোটেলিয়র বন্ধুরাও একই সিদ্ধান্ত নিতে চলেছেন। কোনো বিদ্বেষ রাখছি না, আপনাদের প্রতি। আপনারা আপনাদের মত ভালো থাকবেন।"

Royoporus Taktsang এর পক্ষ থেকে আরও বলা হয়েছে- "যারা বিনা প্ররোচনায় আমার দেশের বিরুদ্ধে নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন। তারা সংশোধিত না হওয়া অব্দি আমাদের এই বুকিং বন্ধের সিদ্ধান্ত বজায় থাকবে।"