'শীতকাল কবে আসবে সুপর্ণা...' সুপর্ণা না জানালেও শীতের বাজার জমে উঠছে

flower tree


'শীতকাল কবে আসবে সুপর্ণা আমি তিনমাস ঘুমিয়ে থাকব'-কবির মতন অনেকেরই প্রিয় ঋতু শীত। কিন্তু কবে আসবে শীতকাল?

সুপর্ণা না জানালেও শীতের পোশাক বিক্রি করার জন্য প্রস্তুত হচ্ছে জলপাইগুড়ির ব্যবসায়ীরা। বিক্রি করার জন্য প্রস্তুত হচ্ছে বড় থেকে ছোট সব ব্যবসায়ীরাই।

বিক্রি শুরু হয়ে গেছে শীতের চারা গাছেরও। শীত আসছে আর তেমন দেরি নেই। আর এখন জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় জ্যাকেট কিংবা সোয়েটার বা ফুল গেঞ্জি সবগুলোই বিক্রির তোরজোর শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা।

যদিও তারা বলেন দুর্গাপূজার শেষে শীত এ বছর মোটামুটি চলে এসেছে। আর এখন আমরা প্রস্তুত নিচ্ছি শীতের জ্যাকেট সহ অন্যান্য গরম কাপড় বিক্রির।

অপরদিকে শীতের ফুলের চারা বিক্রি করার কাজ শুরু হয়েছে। গাদা থেকে চন্দ্র মল্লিকা সহ আরও অনেক চারাগাছের।