২৫০০ জব কার্ড হোল্ডারদের টাকা নিজেদের বেতন দিয়ে মেটাব, প্রতিশ্রুতি অভিষেকের
বঞ্চিত বাংলা অভিযোগ তুলে, বকেয়া মেটানোর দাবিতে দিল্লীতে কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেস। আজ দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ সভা করছে তৃণমূল কংগ্রেস। উপস্থিত রয়েছেন অভিষেক বন্দোপাধ্যায়সহ একাধিক শীর্ষ নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আর সেই সভা থেকেই অভিষেকের প্রতিশ্রুতি কেন্দ্র টাকা না দিলেও আড়াই হাজার জব কার্ড হোল্ডারের টাকা নিজেদের বেতন থেকে মেটাবেন।
এদিন অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘‘মানুষ ওদের ক্ষমতায় এনেছে। যা খুশি তাই করছে। রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আপনাদের অধিকার ছিনিয়েছে ওরা। কিন্তু মনে রাখবেন, ওদের হাতে বোতাম থাকলে আপনাদের হাতেও ইভিএমের বোতাম আছে। আপনারাও এর জবাব দেবেন সেই বোতাম টিপে।’’
অভিষেক বললেন, ‘‘কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ তৃণমূলের প্রতিনিধি দলকে মঙ্গলবার দুপুর ১২টায় সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেই সময় বদলে দেওয়া হয়। চিঠি দিয়ে জানানো হয় মন্ত্রী থাকবেন না। তাঁর বিমান ৫টায় নামবে। তাই সন্ধ্যা ৬টায় দেখা করবেন তিনি তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। অথচ খবর পাচ্ছি, উনি বিকেল ৪টেয় সময় দিয়েছেন শুভেন্দুকে। তা হলে বুঝুন, ভুক্তভোগী মানুষের জন্য মন্ত্রীর কাছে সময় নেই, শুভেন্দুর জন্য সময় আছে। ’’
আড়াই হাজার বঞ্চিতের টাকা দরকারে নিজেদের বেতন দিয়ে মেটাব এমনই মন্তব্য করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। সময়সীমা বেঁধে দিয়ে দু’মাসের মধ্যে এই ব্যবস্থা করবেন বাংলার ৭০ হাজার জনপ্রতিনিধি। নিজেদের এক মাসের বেতন এই জব কার্ড হোল্ডারদের দেবে তৃণমূল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊