Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিবেশ বাঁচানোর লড়াই বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেদের

পরিবেশ বাঁচানোর লড়াই বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেদের

children with mother



উষ্ণায়ন পৃথিবীর এখন বড় সমস্যা। জলবায়ুর পরিবর্তনে নাভিশ্বাস প্রাণীজগতের। নদীর কালোজল, নদী ভরাট,নদীর ভারসাম্য রক্ষা এখন বড় সমস্যা। তার সাথে প্লাষ্টিকের ব্যাবহার পৃথিবীর দূষণ ক্রমশ বাড়াচ্ছে। আর এই পরিবেশ বাঁচাতে উদ্যোগ বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের। জলঙ্গী দূষণ, প্লাষ্টিক বর্জন, বৃক্ষরোপন,শিশুকণ্যাদের সমাজের নিকৃষ্টতম অসহিষ্ণুতার হাত থেকে রক্ষা করতে এক অভিনব উদ্যোগ নেয় স্কুল। ৩০শে সেপ্টেম্বর দুপুর দুটো থেকে স্কুলে শুরু হয় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের রিডিং ফেষ্টিভাল বা পঠন কলা। কচি কাঁচাদের জড়তা কাটাতে ও পরিবেশের নানা বিষয় সম্পর্কে শিক্ষামূলক পাঠ দিতে এই অভিনব মেলার আয়োজন করা হয়। এখানে ছাত্রছাত্রীরা পরিবেশ নিয়ে বিভিন্ন সুসজ্জিত মডেল নিয়ে পরিবেশ রক্ষার বিভিন্ন দিক তুলে ধরে অতিথি, অভিভাবক ও গ্রামবাসীদের সামনে। বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুনির্মল বসু কক্ষে ছোট শিশুদের আনন্দদায়ক পাঠদান পঠন মেলা অনুষ্ঠিত হয়।

প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে, তারা তাদের নিজেদের মনের রং ফুটিয়ে তোলে মনের ভাবনা ফুটিয়ে তোলে তাদের কাজের মধ্যে দিয়ে।

একটু হাসি একটু কথা হয়তো জীবনে প্রথম মাইক্রোফোনের সামনেই কথা বলল, এমন একটা পরিবেশের মধ্যে দিয়ে সারাটা দিন ওরা কাটালো। এই পর্বের শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয়।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান জলঙ্গী নদী সমাজের উদ্যোগে একসময় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে চিঠি পাঠিয়েছিলো তারপরে আইনি পরিষেবা ক্ষেত্রের উদ্যোগে দ্বিতীয় সভা।

সভায় জেলাআইনিপরামর্শদাতা দের পক্ষ থেকে পরামর্শ দেন তিনজন, গ্রামবাসীদের পক্ষ থেকে দুজন কথোপকথনে অংশ নেন।

পরিবেশ বাঁচানোর পাশাপাশি আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগ্যাল এ্যড ডিফেন্স কাউস্নিলের পক্ষ থেকে রুদ্র নারায়ন ব্যানার্জী ও পামেলা কুমার।এছাড়া উপস্থিত ছিলেন

ধুবুলিয়া টু প্রধান আলপনা ঘোষ ,সমাজসেবী জগন্নাথ ঘোষ, পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রদীপ ঘোষ, সমাজসেবী প্রবীর প্রামানিক, প্রাক্তন শিক্ষক মন্টু ঘোষ, হোলি ফ্যামিলি গার্লস স্কুলের শিক্ষিকা সুদেষ্ণা ঘোষ, জলঙ্গী নদী সমাজের পক্ষে কৌশিক সরকার এবং বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা গণ সহ এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন যারা এই প্রচার অভিযানেঅংশ নিলেন এবং লিগ্যাল সেলের পক্ষ থেকে কড়া আবেদনে স্বাক্ষর করলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code