Latest News

6/recent/ticker-posts

Ad Code

Sikkim Flash Flood: আজও বাড়ি ফেরেনি ১০ যুবক, সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার পরিজন

Sikkim Flash Flood: আজও বাড়ি ফেরেনি ১০ যুবক, সিকিমে ঘুরতে গিয়ে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার পরিজন

men and women



সিকিম বেড়াতে গিয়ে বিপাকে জামুরিয়া থানার ডাহুকা গ্রামের ১০ যুবক। তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের পরিবারের। ফলে চিন্তা বাড়ছে পরিবার গুলির। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ভেঙে পড়েছেন পরিবার গুলির লোকজনেরাও। 

জানা যায় ঘটনাটি ঘটেছে জামুরিয়া বিধানসভার জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাঁড়ির ডাহুকা গ্রাম সহ তার পার্শ্ববর্তী এলাকায় মোট ১০ জন যুবক গত ১ লা অক্টোবর বেড়াতে গিয়েছিল সিকিমে। আর চলতি সপ্তাহের বুধবার তাদের সাথে শেষবার কথা হয় তাদের পরিবারের। আর ফোনে পরিবারের সদস্যদের ওই দশ যুবক জানায় যে আমরা সবাই ঠিক আছে। 

কিন্তু গত বুধবারের পর থেকে পরিবারের লোকজনের কোন যোগাযোগ হয়নি ওই দশ যুবকের। পরিবারের পক্ষ থেকে তাদেরকে ফোন করলে বলছে তাদের ফোন রয়েছে সুইচ অফ। আর তাতেই খুব চিন্তার মধ্যে দিয়ে রয়েছে ওই ১০ যুবকের পরিবারের লোকজন। তারা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেন যে তাদের ছেলের সাথে যোগাযোগ করা যাচ্ছে না এবং মুখ্যমন্ত্রী যেন এই বিষয়টা একটু বিবেচনার সঙ্গে দেখেন এবং তাদের ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code