Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্কুটির কাগজ দেখতে গিয়ে মহিলার সাথে খারাপ ব্যবহার সিভিকের, অভিযোগে উত্তাল জনতা

স্কুটির কাগজ দেখতে গিয়ে মহিলার সাথে খারাপ ব্যবহার সিভিকের, অভিযোগে উত্তাল জনতা

civic police, women



বেআইনি ভাবে ও বিনা হেলমেটে মোটর সাইকেল চালকদের চেকিং কে নিয়ে শনিবার পুলিশ, জনতার মধ্যে বচসা। আর সেই বচসা থেকেই শেষ পর্যন্ত উত্তেজনায় ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

জানা যায় প্রতিদিনের মত শনিবারও চিত্তরঞ্জন থানার পুলিশ চিত্তরঞ্জন এক নম্বর রেল গেটের সামনে বিনা হেলমেটে ও দ্রুত গতিতে মোটর সাইকেল চালকদের বিরূদ্ধে শুরু করে তল্লাশি। আর সেই সময় এক মহিলার গাড়ি দাঁড় করায় এক সিভিক ভলেন্টিয়ার।

মহিলার অভিযোগ অকারণে কিছু না বলেই ওই সিভিক তার মোটর সাইকেলের চাবি কেড়ে নেয় এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে।আর এর পরেই ওই মহিলার চিৎকারের আওয়াজ শুনে ঘটনস্থলে এসে পৌঁছায় স্থানীয়রা। আর এর পরেই শুরু হয় জনতা, পুলিশ বচসা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code