Latest News

6/recent/ticker-posts

Ad Code

Plane crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

Plane crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

Plane Crash




ভয়াবহ বিমান দুর্ঘটনা আমাজন জঙ্গলে। আকাশ থেকে ভেঙে পড়লো আস্ত এক বিমান। ব্রাজিলের আমাজন অঞ্চলে রবিবার সকালে একটি দুর্ঘটনায় একটি ছোট বিমানে থাকা ১২ জনের মৃত্যু হয়েছে। একর রাজ্যের রাজধানী রিও ব্র্যাঙ্কোর প্রধান বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে গভর্নর গ্ল্যাডসন ক্যামেলির প্রেস অফিস জানিয়েছে।



জানা গিয়েছে, বিমানে ওঠা সব যাত্রীই ছিলেন এনভিরার বাসিন্দা। চিকিৎসার জন্য একর প্রদেশে এসেছিলেন। চিকিৎসা করিয়ে নিজেদের বাড়ি ফেরার সময় ঘটে এই দুর্ঘটনা। ব্রাজিলের সঙ্গে পেরু ও বলিভিয়া সীমান্তের কাছে প্রত্যন্ত জঙ্গলে ভেঙে পড়ে বিমানটি। রিপোর্ট অনুযায়ী, বিমানে ছিলেন দুই চালক, ছয় পুরুষ, তিন মহিলা এবং এক শিশু।



ঠিক কি কারণে দুর্ঘটনা তার এখনও জানা যায়নি। প্রত্যন্ত এলাকায় বিমানটি ভেঙে পড়ায় তথ্যপ্রমাণ খুঁজে বের করতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে, বিমানটি জঙ্গলে ভেঙে পড়তেই আগুন ধরে যায় তাতে। সেই আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলেও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code