Latest News

6/recent/ticker-posts

Ad Code

পেলিং থেকে শিলিগুড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস, আতঙ্কের কথা তুলে ধরলেন পর্যটক

পেলিং থেকে শিলিগুড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস, আতঙ্কের কথা তুলে ধরলেন পর্যটক 

Tourist


সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির হড়পা বানে সমস্যায় পর্যটকরা। বাড়ি ফেরার আসায় ঘুর পথে যখন যাত্রা তখন পরিবারের সদস্যদের নিয়ে চিন্তিত পরিবার পরিজনরা। সিউড়ির কাজল কুমার চক্রবর্তী। পেলিং থেকে গ্যাংটক না গিয়ে ঘুরপথে অবশেষে ফেরেন শিলিগুড়িতে। আর শিলিগুড়ি ফিরে তাঁদের ভয়াবহ এই পরিস্থিতির কথা তুলে ধরলেন সাংবাদিকের সামনে।



পেলিং থেকে গ্যাংটক যাওয়ার কথা ছিল সিউড়ির কাজল কুমার চক্রবর্তী এবং তার পরিবারের। কিন্তু সকাল থেকেই রাস্তা ভেঙে যাওয়ায় একের পর এক খবর পেয়ে শিলিগুড়ি ফেরার পরিকল্পনা করেন তাঁরা। ফিরতে গিয়ে তিনি জানতে পারেন পেলিং থেকে শিলিগুড়ি ফেরার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এরপরই স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিনি আরও একটি বিকল্প রাস্তার কথা জানতে পারেন। সেই মতো পেলিং থেকে জোরথাংয়ে পৌঁছান তাঁরা। সেখান থেকে বিজনবাড়ি, দার্জিলিং, কার্শিয়াং হয়ে শিলিগুড়ি ফেরেন কাজল কুমার চক্রবর্তীরা।



শিলিগুড়ি ফিরে স্বস্তি মিলেছে বলেই জানান তারা।



সিকিমের মেঘ ভাঙা বৃষ্টির হড়পা বানের জের জলস্তর হুঁ হুঁ করে বেড়েছে তিস্তায়। ফলে ভয়াল আকার ধারন করেছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ জুড়ে আতঙ্কের বাতাবরণ। ইতিমধ্যে তিস্তার জলে ভেসে এসেছে একাধিক লাশ। ভেসে এসেছে সেনার সরঞ্জাম। আতঙ্কের দিন কাটাচ্ছে উত্তরবঙ্গ বাসী। ইতিমধ্যে পুলিশ, সিভিল ডিফেন্স, এনডিআরএফ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এসেছেন সিনিয়র মন্ত্রী থেকে আধিকারিক। এসেছিলেন রাজ্যপালও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code