Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৪৬ টি কচ্ছপ সহ আটক ১

১৪৬ টি কচ্ছপ সহ আটক ১

Turtle rescue


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:-

১৪৬ টি কচ্ছপ সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ।ধৃত ব্যক্তির নাম আশীষ হালদার। ধৃতের বাড়ি নদীয়া জেলার চাকদায় এলাকায়।ধৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনের ধারায় মামলা রুজু করেছে।



শুক্রবার অভিযুক্তকে বর্ধমান জেলা আদালতে পাঠায় জিআরপি থানার পুলিশ। পাশাপাশি উদ্ধার হওয়া ১৪৬টি কচ্ছপকে বর্ধমান বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।জিআরপি সূত্র জানা যায় গতকাল দুপুরে বর্ধমান জিআরপি থানার উদ্যোগে অ্যান্টি সাবতেজ চেকিং এবং প্ল্যাটফর্ম চেকিং চালাচ্ছিলেন জিআরপি থানার ওসি চিন্তাহরন সিংহ ও অন্যান্য পুলিশ কর্মীরা। সেই সময় বিশেষ সূত্র মারফত খবরের ভিত্তিতে বর্ধমান রেলওয়ে স্টেশনের ছয় সাত নম্বর প্লাটফর্মের আসানসোলের দিকে এক ব্যক্তি কে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।



এরপরই ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ পরীক্ষা করতেই পুলিশ দেখতে পায় ন’ টি ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণে জ্যান্ত কচ্ছপ রয়েছে। বর্ধমান জিআরপি থানার ওসির নেতৃত্বে বাকি পুলিশ কর্মীরা এরপর সবকটি ব্যাগের তল্লাশি করে ১৪৬টি ছোট বড় মাপের কচ্ছপ উদ্ধার করে। এরপরই আটক ব্যক্তিকে বন্য প্রাণী সুরক্ষা আইনের ধারায় গ্রেপ্তার করে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code