কোচবিহারে এসেই নওশাদের নিশানায় তৃণমূল, পাল্টা দিলেন রবীন্দ্রনাথ

nawshad siddiki at new coochbehar station




নিউ কোচবিহারে পা রেখেই রীতিমতো তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন আই এস এফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন দিল্লিতে যে কর্মসূচি চলছে তা সম্পূর্ণ নাটক। 

তিনি আরও বলেন- ১০০ দিনের কাজের টাকার দুর্নীতি আবাস যোজনা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, যার ফলে সাধারণ মানুষ বঞ্চিত, সাধারণ মানুষ নতুন করে কাজ পাচ্ছে না, দরিদ্র অসহায় মানুষ বঞ্চিত রয়েছে, আর সেই তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের ট্যাক্সের টাকায় থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ হচ্ছে, এটা কি ধরনের আইন। অবশ্যই এর বিরুদ্ধে বাংলার মানুষকে একত্রিত হয়ে লড়াই সংগ্রাম গড়ে তুলতে হবে।  

আরো বলেন এই প্রথম কোচবিহারে আসলাম সাধারণ মানুষের সাথে কথা বলতে সাধারণ মানুষের দাবি সাধারণ মানুষকে রাখতে হবে এই কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কোচবিহারে আসা। তিনি বলেন ২০১১ সালে মুসলিমদের বাঁচাতে মমতা ব্যানার্জি এসেছিলেন, আবার 2014 সালে হিন্দুদের বাঁচাতে এসেছিল বিজেপি, এই দুই রাজনৈতিক দল এখন তলানিতে। মানুষ যদি তাদের উপর আস্থা রাখে তাহলে অবশ্যই তারা এর থেকে ভাল পরিষেবা প্রদান করবে। এছাড়াও কোচবিহারের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

তিনি পরিষ্কারভাবে জানান কোচবিহারের মেডিকেল কলেজ থাকা সত্ত্বেও স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না তাদেরকে যেতে হচ্ছে কলকাতা অথবা বাইরের কোন রাজ্যে। অপরদিকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত সঠিক মূল্যায়ন নেই ছাত্রছাত্রীদের। এই অব্যবস্থা দূরীকরণের দাবিগুলি কোচবিহারের সাধারণ মানুষদেরকেই তুলে ধরতে হবে। 

আজ কোচবিহার শীতলকুচিতে একটি দলীয় সভায় অংশগ্রহণ করবেন তিনি। পাশাপাশি কোচবিহারের বেশ কিছু এলাকা, দিনহাটা এবং মাথাভাঙা সহ বিভিন্ন প্রান্তে মানুষের সাথে দেখা করবেন বলেও জানানো হয়েছে।