Mamata Banerjee: সুব্রত মুখোপাধ্যায় সরণি, ঘোষনা মুখ্যমন্ত্রীর
কলকাতার রাজপথে হবে সুব্রত মুখোপাধ্যায় সরণি, ঘোষনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একডালিয়া এভারগ্রীণ দুর্গাপুজোকে বিখ্যাত করে তোলা রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন মেয়র যার অবদানে গতি এনেছে কলকাতা তার নামেই এবার কলকাতার রাজপথে সরণির নামকরণ।
সোমবার বিকেলে ভার্চুয়াল মাধ্যমে একডালিয়া এভারগ্রীণের দুর্গাপুজোর উদ্বোধন করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিচারণায় আবেগে ভাসেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রতদা যেখানেই থাকুক, আমাদের আওয়াজ ঠিক গিয়ে পৌঁছচ্ছে তাঁর কাছে। আপনি আবার আমাদের মধ্যে জন্মগ্রহণ করুন। আমাদের মধ্যে ফিরে আসুন।’
দুর্গাপুজোর পুরনো দিনগুলির কথা তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘প্রত্যেকবার মায়ের সামনে নিয়ে গিয়ে আমায় শাড়ি দিত। একডালিয়া তাঁর জীবন ছিল। চারদিন আড্ডা মারত। সুব্রতদা আমায় দেখলেই আমায় মায়ের মন্ত্র বলতে বলতেন। আমি যাব বৌদি। আমার পায়ে চোট আছে। ভাল হলেই যাব। আগামী দিনে সুব্রত মুখোপাধ্যায়ের নামে একটি রাস্তা বানিয়ে দেওয়া হবে।’
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রী ছন্দা মুখোপাধ্যায়। এই পুজোর বর্তমান সভাপতি তিনিই। একডালিয়া এভারগ্রীণের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘সুব্রতদার মুখটা দেখলে খুব কষ্ট হয়। হাসিমুখটা খুব মিস করি। প্রত্যেকবার বলত কী রে আমায় কবে সময় দিবি? কীভাবে লোকটা এত তাড়াতাড়ি চলে গেল!’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊