PM Narendra Modi: মোদির গানে নবরাত্রি উদযাপনের সূচনা হল গুজরাতে
গীতিকারের ভূমিকায় অবতীর্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর লেখা গানেই নবরাত্রি উদযাপনের সূচনা হল গুজরাতে। নবরাত্রির (Navratri 2023) পয়লা দিনেই সেই গান প্রকাশ্যে নিয়ে এলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
রবিবার নবরাত্রির গরবা গান ‘মাদি’ (Navratri anthem Maadi) প্রকাশ্যে নিয়ে এলো। প্রকাশের পর মাত্র ৫ ঘন্টায় ১০৭ কে ভিউ পেয়েছে ইউটিউবে।
নরেন্দ্র মোদিকে এই প্রথম দেখা গেল ‘গীতিকার’-এর ভূমিকায়। সম্প্রতি প্রধানমন্ত্রী জানান, “আমি অনেক বছর আগে এই গানটি লিখেছিলাম। এই গান আমার অনেক পুরনো স্মৃতি ফিরিয়ে দিল।”
তাঁর এই প্রতিভা দেখে প্রশংসা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রসঙ্গত, গতকাল সকলকে চমকে দিয়ে গানের খবর খবর ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই গানের লিংক পোস্ট করে তনিষ্ক বাগচী ও ধ্বানি ভানুশালিকে শুভেচ্ছা জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊