Kumari Puja : এবছর কুমারী মা হিসাবে পূজা পাবে সঞ্জিতা চক্রবর্তী

Kumari Puja



Kumari Puja : হাতেগোনা আর মাত্র কয়দিন, তারপরই বেজে উঠবে দেবীর আগমনী। বাংলার ঘরে ঘরে তখন উৎসবের আবেজ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোতসবের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে। এই দুর্গোতসবের চারদিন নানান রীতিনীতির মধ্যদিয়ে মা দুর্গার আরাধনা করেন ভক্তরা। দুর্গাপূজার অঙ্গরূপে অনেকস্থানেই কুমারী পূজার প্রচলন রয়েছে।


শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বধ করার মধ্য দিয়ে। গল্পে বর্ণিত রয়েছে, বানাসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিযে় দেবী পুনর্জন্মে কুমারীরূপে বানাসুরকে বধ করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়।


প্রত্যেক বছরের মতন এবছরও দিনহাটার চৌধুরীহাটে রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হবে কুমারী পূজা। গতবছর চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমে কুমারী মা (Kumari Maa) হিসেবে পূজিত হয় কোচবিহারের সাগরিকা ভট্টাচার্য। এবছর কুমারী মা হিসাবে পূজিত হবেন সঞ্জিতা চক্রবর্তী। পিতা চন্দন চক্রবর্তী । সঞ্জিতা চক্রবর্তীর বয়স ৬ বছর। কামাক্ষ্যাগুড়ির মেয়ে সঞ্জিতা নৃত্যে স্বর্নপদক প্রাপ্ত শিল্পী।

আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, অষ্টমীর দিন সকাল নয়টায় কুমারী পূজার (Kumari Puja) শুভারম্ভ হবে। এরপর আশ্রম সংলগ্ন চৌধুরী হাট উচ্চ বিদ্যালয় মাঠে মহা প্রসাদ বিতরণ হবে । সকল ভক্তবৃন্দের উপস্থিতি কামনা করেছেন স্বামী সেবানন্দ মহারাজ।