প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে, পারলে আটকাও, কেন্দ্রকে চ্যালেঞ্জ অভিষেকের
তৃণমূলের দিল্লী চলো কর্মসূচি। দিল্লীতে রাজঘাটে কেন্দ্রের কাছে কাজের বকেয়া মেটানোর দাবিতে প্রতিবাদ কর্মসূচি করে আজ। দিল্লীর মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায় লাগাতার কেন্দ্রের মোদী সরকারকে আক্রমণ করে চলেছেন পাশাপাশি গিরিরাজ সিংহকে গ্রেফতারের দাবি তুলছেন। আজ রাজঘাটে প্রতিবাদ সমাবেশ তুলে দেয় পুলিশ আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দোপাধ্যায়।
অভিষেকের দাবি, 'একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি। শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ করেছিলাম। গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার। আগামীদিনে আরও জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন। আপনার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। '
কেন্দ্রের উদ্দেশে তোপ দেগে অভিষেক বলেন, 'এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির কারণেই কি এত গাত্রদাহ? বিজেপি নেতারা সিবিআই তদন্তের দাবি করছেন। আদালতে জনস্বার্থ মামলা করুন। যারা দোষ করেছে তাঁদের শাস্তি হোক। 'কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে?'
ঠিক আর কি কি বললেন অভিষেক বন্দোপাধ্যায় জানতে ভিডিও দেখুন:
রাজঘাটে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়রাজঘাটে সাংবাদিকদের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় #today
Posted by Sangbad Ekalavya on Monday, October 2, 2023
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊